06 SEPTEMBER, 2024

BY- Aajtak Bangla

মাথায় নয়, এই তেল নাভিতে দিন ২ ফোঁটা, চুল হবে মিশমিশে কালো

চুল কালো রাখতে যতই চেষ্টা করিন, কিছু টোটকা না করলে কখনও হবে না।

অল্প বয়সে চুল পাকার পিছনে ইনেক কারণ থাকে। চুল রং করতে হাজার হাজার টাকা খরচ করছেন অনেকে। কিন্তু বাড়িতেই আছে সমাধান। 

কর্মব্যস্ততার মাঝে নিজের দিকে খেয়াল রাখতে পারেন না অনেকেই। তার কারনে অকালে চুল পড়া, খুশকি এরকম নানা অসুবিধার সম্মুখীন হন প্রায় সবাই। 

রক্ত সঞ্চালন ঠিক না থাকলে চুলের সমস্যা দেখা দেয়। কিন্তু নাভিতে তেল দিয়েও এই মুশকিল আসান হতে পারে।

নাভিতে সর্ষের তেল এবং আমন্ড তেল ব্যবহার করলে ফল পাবেন হাতে নাতে।

সর্ষের তেলে থাকা ভিটামিন চুল কালো করার ক্ষেত্রে কার্যকরী। নাভিতে তেল দিয়ে ঘুমোলে চুলের রং সাদা হওয়ার হাত থেকে বাঁচায়। এছাড়াও, এই তেল চুল মজবুত করতে এবং উজ্জ্বল করতে সাহায্য করে। 

আমন্ড তেলে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে যা চুল কাল করার ক্ষেত্রে বিশেষ উপকারী। এই তেল নাভিতে দিলে চুল নরম হয়। এই তেল রক্ত সঞ্চালন ঠিক রাখতেও কাজ দেয় খুব।

তবে এখানে বলা পদ্ধতিগুলো মানার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।