24 AUGUST 2025
BY- Aajtak Bangla
অনেকেই বিশ্বাস করেন চুলের যত্নে ডিম অত্যন্ত কার্যকরী। তবে তা কেমন ভাবে ব্যবহার করা উচিত, তা অবশ্য অনেকেরই অজানা।
অনেকে এ-ও জানেন না, ডিমের কুসুম না সাদা, কোন অংশ চুলে লাগানো ভাল?
চুলের সুস্থতা ও সৌন্দর্যরক্ষায় প্রাকৃতিক উপাদানের ভূমিকা অনস্বীকার্য। ডিম চুলের জন্য এক অনন্য পুষ্টিগুণ সম্পন্ন উপাদান।
ডিমের মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন ও মিনারেল। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে ও চুলকে মজবুত করতে সহায়তা করে।
চুলের মূল উপাদান কেরাটিন। আর ডিমের প্রোটিন কেরাটিন গঠনে সাহায্য করে। যার ফলে চুল মজবুত হয়।
ডিমের মধ্যে রয়েছে ভিটামিন এ, ডি, ই ও বায়োটিন। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং পুষ্টি জোগায়।
ডিমের কুসুমে থাকা ফ্যাট ও লেসিথিন মসৃণ ও উজ্জ্বল করে চুল।
তেল তেলে চুল হলে ডিমের সাদা অংশ মাখা ভাল। আর রুক্ষ চুলে ডিমের কুসুম উপযুক্ত। চুল যদি অতিরুক্ষ বা অতিতৈলাক্ত হয় তবে পুরো ডিম লাগান।
১-২টি ডিম ফেটিয়ে মাথায় লাগিয়ে ২০-৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন। ডিমের সঙ্গে অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে লাগালে চুলের আর্দ্রতা বজায় থাকে।