BY- Aajtak Bangla

মাত্র কয়েক মিনিটেই ঝক্কি ছাড়া পরিষ্কার হবে অ্যাকোয়ারিয়াম

14 MAY, 2024

ঘরকে সুসজ্জিত করে তুলতে বিভিন্ন জিনিস দিয়ে ঘর সাজাই আমরা। যার মধ্যে অ্যাকোয়ারিয়াম অন্যতম। 

অ্যাকোয়ারিয়াম রাখলে যে ঘরের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়,  তাতে কোনও সন্দেহ নেই। 

 সমস্যা হল অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা। সময়ের অভাবে শখের এই জিনিসের যত্ন করা কঠিন হয় অনেক সময়।  

অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার কিছু নিয়ম জানলে, কাজটা অতটা কঠিন লাগে না। 

অ্যাকোয়ারিয়ামের ভেতরের আলো কমিয়ে রাখুন, বেশি আলোতে শ্যাওলা জমে বেশি।

শ্যাওলা জমতে শুরু করলে গাছের পরিমাণ বাড়িয়ে দিন, এতে  শ্যাওলা কম হবে। শ্যাওলা দূর করতে চিংড়ি ছেড়ে দিন অ্যাকোয়ারিয়ামে। 

অ্যাকোয়ারিয়ামের জন্য ছোট মাপের চিংড়ি পাওয়া যায় বাজারে, যা কাজে লাগে শ্যাওলা রোধ করতে। 

এছাড়াও রাখতে পারেন প্লেকো মাছ। এই মাছ শ্যাওলা খেয়ে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার রাখে। 

অ্যালগি-ইটার নামের বিশেষ ধরনের মাছ রাখতে পারেন। তবে এই মাছ অন্য মাছের আঁশ খেয়ে নেয়, তাই সাবধানে রাখবেন এই মাছকে।