12 December, 2023
BY- Aajtak Bangla
সকলেই দেখেছেন দোকান বন্ধ করার সময় কাগজে আগুন জ্বালিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আরতি হতে।
এর পিছনে রয়েছে কুসংস্কার নাকি আসলে কোনও যুক্তি আছে।
অনেকে মনে করেন দোকানে যাতে নজর না লাগে সে কারণে আগুন জ্বালিয়ে আরতি করা হয়।
আবার এমন কথাও শোনা যায়, রাতে বাস্তু দেবতা আসেন বলে দোকান বন্ধ করে আগুনের আরতি হয়।
এগুলির সবটাই কুসংস্কার। তবে আসল কারণটা কী? জেনে নিন।
বহু যুগ আগে রাস্তায় রাস্তায় স্ট্রিট লাইট জ্বলত না। সেসময় দোকান বন্ধ করার পর প্রতিটা তালা ঠিকভাবে লেগেছে কিনা তা দেখা হত।
তালা ঠিকভাবে না লাগলে সেই দোকানে চোর পড়ত।
সেই থেকে এই প্রচলন আজও চলছে।
তাই এখনও অধিকাংশ জায়গায় দেখা যায় দোকান বন্ধ করার পর দোকানদারদের আগুন দিয়ে আরতি করতে।