7 NOV, 2024

BY- Aajtak Bangla

ছোট ১ টাকার কয়েন কি 'অচল'? রইল বড় খবর

রাজ্যের নানা জায়গা থেকে অভিযোগ আসছে ছোট ১ টাকা ও ৫০ পয়সার কয়েন (50 Paise Coin) নেওয়া হচ্ছে না।

রিজার্ভ ব্যাঙ্ক দেশে মুদ্রা ইস্যু করে। ২০১১ সালের ৩০ জুন থেকে ভারতে ২৫ পয়সা বা তার নীচের কয়েন আর বৈধ নেই।

২০১১ সালের ৩০ জুন ২৫ পয়সা ও তার নীচের কয়েন ব্যাঙ্কের শাখা এবং আরবিআই ইস্যু অফিসগুলিতে বিনিময়ের জন্য গ্রহণ করা হয় না।

অর্থাৎ কারও কাছে এখনও এই ধরনের কয়েন থাকলে তা আর বাজারে চলবে না।

কিছু মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে যে ৫০ পয়সা ও ১ টাকায় কয়েন আর বাজারে চলছে না।

সেই কারণে তারা এই কয়েনগুলি নিতেও চাইছে না। তবে সেটা একেবারেই ঠিক নয়।

তবে, রিজার্ভ ব্যাঙ্ক এখনও ৫০ পয়সার কয়েন বাতিল ঘোষণা করেনি। অর্থাৎ ৫০ পয়সার কয়েন এখনও বৈধ মুদ্রা। যা ব্যবহার করা যাবে কেনাকাটা করতে গেলে।

ঠিক তেমনি ছোট ১ টাকার কয়েনও বাতিল করেনি আরবিআই। এগুলি অন্য কয়েনের মতোই বৈধ মুদ্রা।

আমাদের দেশে সরকারি নিয়ম অনুযায়ী ৫০ পয়সা ও ১ টাকায় কয়েন নিতে বাধ্য সবাই। অভিযোগ করলে তা শাস্তিযোগ্য আবরাধ।