7th March, 2025

BY- Aajtak Bangla

বাড়িতে রোজ আসছে কালো পায়রা, এটা কি ভাল লক্ষণ?

জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনও কোনও ঘটনাকে শুভ এবং কোনও কোনও ঘটনাকে অশুভ আখ্যা দেওয়া হয়েছে।

বাড়িতে পায়রা আসা খুব সাধারণ একটি ব্যাপার। আমাদের অনেকের বাড়িতেই পায়রা থাকে।

পোষা পায়রা না থাকলেও অনেক বাড়িতে পায়রা উড়ে এসে বসে।

পায়রাকে মা লক্ষ্মীর ভক্ত বলে মনে করা হয়। জেনে নিন বাড়িতে পায়রার আনাগোনা কীসের সংকেত দিয়ে থাকে।

শাস্ত্র অনুসারে বাড়িতে পায়রার উড়ে আসা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়।

সেটা সাদা বা কালো দুই রঙের পায়রাকেই শুভ বলে মনে করা হয়।

যদি কোনও পায়রা উড়ে আপনার বাড়ির ছাদ বা বারান্দায় এসে বসে, তাহলে তাকে অবশ্যই খাবার দিন।

এর ফলে আপনার জীবনে সৌভাগ্যের বর্ষণ হবে এহং সব বাধা ও প্রতিবন্ধকতা দূরে সরে যাবে।

কোনও পায়রা যদি ছাদ, ব্যালকনি পেরিয়ে একেবারে ঘরের ভেতর ঢুকে আসে, তবে ভুলেও তাকে তাড়াবেন না। এর অর্থ আপনার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে।