24 March, 2025

BY- Aajtak Bangla

অহংকারী মানুষদের থাকে এই ৫ অভ্যাস, আপনার চেনা কারও নেই তো?

আত্মবিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে অহংকারের জন্ম হতে পারে। অহংকারী ব্যক্তির আশেপাশে থাকতে কেউ পছন্দ করেন না। 

অহংকারী ব্যক্তির সঙ্গে কেউ মিশতে চান না। অহংকারী মানুষদের মধ্যে সাধারণত কিছু অভ্যাস থাকে। 

বিশেষজ্ঞদের মতে, অহংকারী ব্যক্তিরা ক্রমাগত সকলের থেকে অ্যাটেনশন বা মনযোগ পাওয়ার চেষ্টা করতে থাকেন। 

এই ধরনের ব্যক্তিরা সবসময়ে নিজেকেই মধ্যমণি করে তোলার চেষ্টা করেন। 

অহংকারী ব্যক্তি সবসময়ে ভাবেন যে তিনিই সবকিছু জানেন। অন্যদের চেয়ে নিজেকে সবসময়ে বেশি বুদ্ধিমান ভাবতে থাকেন। 

শুধু তাই নয়। অহংকারী ব্যক্তিরা সবসময়ে অন্যের ভুল ধরতেই ব্যস্ত থাকেন। 

অহংকারী ব্যক্তিরা প্রকাশ্যে অন্যের সমালোচনা করেন। অন্যকে ছোট করেন।

কিন্তু কেউ অহংকারী ব্যক্তির সমালোচনা করলে তিনি তা মোটেও সহ্য করতে পারেন না। 

মনোবিদরা বলছেন, অহংকারী ব্যক্তি প্রতিটি কথাবার্তাতেই নিজের আধিপত্য বিস্তারের মরিয়া চেষ্টা করতে থাকেন। 

এমন ব্যক্তিরা অন্যকে বলার সুযোগই দেন না। কেউ মত প্রকাশ করলে তাকে বাধা দেন এবং নিজের কথা বলতে শুরু করেন।