15th March, 2025
BY- Aajtak Bangla
সপ্তাহের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট খাবার খাওয়ার প্রচলন হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবেন।
সপ্তাহের দিনগুলোর মধ্যে শনিবারকে বিশেষ বলে মনে করা হয়।
এইদিন শনিদেবের দিন। তাই যেটাই করবেন বড়ঠাকুর সেই অনুযায়ী ফল প্রদান করবেন।
সপ্তাহের নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট খাবার খাওয়ার পিছনেও জ্যোতিষ শাস্ত্রীয় ব্যাখ্যা বর্তমান।
সেরকমই শনিবার কিছু খাবার ও সবজির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। যা বহু পুরনো আমল থেকেই মানা হয়ে থাকে।
শনিবার দিন মোচা খাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে জ্যোতিষশাস্ত্রে। তবে শুধু শনিবার নয়, মঙ্গলবারও এই সবজি খেতে নেই।
পুরনো আমলের লোকেদের কাছে এটা শুনেই থাকবেন যে শনি-মঙ্গলে মোচা বাড়িতে নিয়ে আসতে নেই।
জ্যোতিষ মতে, শনি-মঙ্গলে মোচা কিনতেও যেমন নেই তেমনি খেতেও নেই।
আসলে আগেকার দিনে শনি-মঙ্গলবারে কেউ মারা গেলে মৃত মানুষের সঙ্গে মোচা দেওয়া হত।
তাই এই দুদিন মোচা বাড়িতে নিয়ে আসা বারণ রয়েছে। তবে অনেকেই এটাকে নিছক কুসংস্কার বলে থাকে।