September 7, 2023

BY- Aajtak Bangla

 ঘরে এই ৫ গাছ রাখলে দূর  হবে হাঁপানি 

গাছ লাগালেই অ্যাজমার সমস্যা থেকে মেলে রেহাই।

কেবল বাইরে দূষণই যে বিষাক্ত এমন নয়।বায়ুদূষণের প্রভাব পড়ে ঘরের ভিতরেও।

 এমন কিছু গাছ আছে, যা ঘরে রাখলে হাঁপানির সমস্যা থেকে রেহাই মেলে। জেনে নিন কোন কোন গাছ বাড়িতে রাখবেন। 

অ্যালোভেরা গাছ বাতাস পরিশুদ্ধ করে। দূষণের প্রকোপ কমে। হাঁপানির সমস্যা থাকলে বাড়িতে বেশ কয়েকটি অ্যালোভেরা গাছ রাখুন। 

স্পাইডার প্লান্ট গাছ  বাড়িতে রাখলে খুব বেশি যত্নের প্রয়োজন পড়ে না। ফর্মালডিহাইড এবং জাইলেনের মতো দূষিত পদার্থ বাতাস থেকে টেনে নেয় এই গাছ। 

আইভি লতা গাছ গ্রীষ্মপ্রধান দেশে ঘরের ভিতরে রাখাই ভাল। এই গাছ অন্দরে রাখলে ঘরের শোভাও বাড়ে সঙ্গে বাতাসও পরিশুদ্ধ হয়।

পিস লিলি গাছ  ফর্মালডিহাইড থেকে অ্যামোনিয়ার মতো ক্ষতিকর উপাদানগুলিকে বাতাস থেকে টেনে নিতে পারে 

মানি প্লান্ট গাছ বহু বাড়িতেই  থাকে। এই গাছও হাঁফানি থেকে বাঁচায়। 

শুধু জলে রেখে দিলেও বেঁচে থাকে মানি প্লান্ট। ঘরের বাতাস পরিশুদ্ধ করতে এই গাছ বেশ উপকারী।