BY: Aajtak Bangla 

সপ্তাহের এই ২ দিন নখ কাটলে বাড়বে অশান্তি-দারিদ্র

28 APRIL 2023

এখনও অনেক বাড়িতে নখ-চুল কাটা নিয়ে নানা বিধি-নিষেধ মেনে চলা হয়। কখনও কখনও এই সব নিয়ম মানার কথা মনে থাকে না।

এই দিলে নখ কাটা যাবে না, ওই দিনে চুল কাটলে সমস্যা হবে অথবা জন্মবারে নখ-চুল কাটতে নেই— এমন অনেক নিয়ম অনেকেই শুনে থাকবেন।

জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুযায়ী, সপ্তাহের বিশেষ কয়েকটা দিনে নখ কাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।

নিয়মিত নখ কাটা আমাদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত একটা বিষয়। তবে সনাতন ধর্ম-বিশ্বাসী মানুষ নখ কাটার শুভ-অশুভ দিন নিয়ে ভাবেন।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিদিন নখ কাটা যাবে না। নিয়ম মেনে সঠিক দিনে নখ না কাটা হলে সংসারে সমস্যা, দারিদ্র্য বাড়তে পারে।

জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুযায়ী, শনিবার নখ কাটলে আয়ু কমে যায় এবং ঘরে দারিদ্র্য আসে। রাতে নখ কাটলে নেতিবাচক শক্তি বাড়ে।

মঙ্গলবার নখ কাটলে ভাই-বোনেদের মধ্যে দূরত্ব বেড়ে যায়, সাহস-শক্তি কমে যায়। সেই সঙ্গে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

বৃহস্পতিবার নখ কাটলে শিক্ষা, জ্ঞান কমে যায় এবং পেটে সমস্যা বাড়তে পারে, দারিদ্র বাড়তে পারে।

জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুযায়ী, সপ্তাহের বিশেষ কয়েকটা দিনে নখ কাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। সপ্তাহের কোন কোন দিনে নখ কাটা খুবই অশুভ জানেন? চলুন এই সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...