11 April, 2025
BY- Aajtak Bangla
যে কোনও জিনিসের সঙ্গেই শুভ-অশুভ যোগ রয়েছে। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে সেটা মানা হয়ে থাকে।
বাংলায় একটি প্রবাদ রয়েছে, যাত্রা শুরুতেই যদি হাঁচির শব্দ শোনা যায়, তাহলে তা অত্যন্ত অশুভ।
এই হাঁচি নিয়ে রয়েছে কুসংস্কার। আসুন দেখে নিই এই বাড়ি থেকে বেরনোর আগে হাঁচি দিলে কী হয়।
কোনও কাজে বা যাত্রায় দুবার হাঁচি দিলে তা শুভ।
তবে কোনও কাজে যাওয়ার আগে কেউ ১ বার হাঁচি দিলে তা অশুভ।
শকুনশাস্ত্র অনুসারে, হারানো জিনিস খুঁজে পেতে গিয়ে যদি কেউ হাঁচি দেয়, তাহলে সেই বস্তুটি খুঁজে পেতে আরও সহজ হয়ে যায়।
প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যে, হাঁটার সময় সামনে হাঁচি মারাত্মক। অনেকের ধারণা, হাঁটতে হাঁটতে সামনে থেকে কেউ হাঁচি দিলে মারামারি পর্যন্ত হতে পারে।
সুতরাং বেরনোর আগে হাঁচি দিলে একটু থেমে যান। বসে জল খান। তারপর বাড়ি থেকে বের হোন।