26 May, 2024

BY- Aajtak Bangla

এই ৩ জিনিস দিয়ে  তন্ত্র টোটকা করুন, রোজগার বাড়বেই

টাকা রোজগার করতে ব্যপক খাটাখাটনি করছেন, তবুও সেই অনুপাতে রোজগার হচ্ছে না।

অনেক সময়ই নানা গ্রহের খারাপ প্রভাবের ফলে ঠিক মতো অর্থ উপার্জন হয় না। ভাগ্য সঙ্গ দেয় না।

তবে এবার  সহজ তন্ত্র টোটকা দিয়েই অর্থবৃদ্ধি করতে পারেন। জেনে নিন

একটি মাত্র এলাচ, লবঙ্গ এবং এক টাকার একটা কয়েনের মাধ্যমেই দ্বিগুণ অর্থ উপার্জন করবেন। 

বৃহস্পতি বা শুক্রবার মা লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান।

দেবীর সামনে একটি এলাচ, লবঙ্গ ও ১ টাকার কয়েন রেখে দিন। এলাচ আর লবঙ্গ যেন ভাঙা না হয়। 

ওম মহালক্ষ্মীয়ে নমঃ-- মন্ত্র জপ করুন ১০৮ বার। 

জপের সময় কেউ যেন বিরক্ত না করে। চোখ বন্ধ করে জপ করে যাবেন। 

সূর্যাস্তের পর এই ক্রিয়া করুন। অবশ্য শুদ্ধ পোশাক পরতে হবে আপনাকে।

সব শেষে এলাচ, লবঙ্গ ও কয়েন একটি লাল কাপড়ে বাড়ির টাকা রাখার জায়গায় রেখে দিন।