11 November, 2024

BY- Aajtak Bangla

কোন বয়সে মেয়েদের পুরুষের সঙ্গলিপ্সা তীব্রতর হয়?  

নারী-পুরুষ ঘনিষ্ঠতা পছন্দ করেন। কৈশোর থেকে যৌবন- কোন সময় বেশি ইচ্ছা থাকে?

আদিরস এমন বস্তু যা থেকে কেউই দূরে থাকতে পারেন না। অনেকেই ভাবেন, কিশোর থেকে যৌবনে প্রবেশের সময় নারীর ভালোবাসার ইচ্ছা বেশি থাকে।

নারীদের ক্ষেত্রে তো নয়ই। কোন বয়সে মহিলাদের তীব্র ঘনিষ্ঠতার ইচ্ছা হয়? গবেষণা কী বলছে?

যৌবনে নয় বরং মধ্য বয়সেই মহিলারা গভীর ঘনিষ্ঠতা চান। কোন বয়স সেটা? 

২০ থেকে ২৩ বছরের ৭০ শতাংশ মহিলাই উপভোগ করতে চান। তবে নানা শঙ্কাও থাকে মনে। 

২৩ থেকে ৩৫ বছরের মহিলাদের মধ্যে মাত্র ৪০ শতাংশ ঘনিষ্ঠতার সুখ উপভোগ করে। 

সম্ভবত এই বয়সে কেরিয়ারের প্রতি বেশি নজর থাকায় তাঁদের মধ্যে ইচ্ছা কম থাকে। 

৩৬ ও তার বেশি বয়সী মহিলাদের ৮০ শতাংশই ভালোবাসা চান।  আদিরসের প্রতি বেশি টান এই বয়সের মহিলাদের।

এই বয়সে কেরিয়ার তৈরি হয়ে যায়। জীবনও স্থিতধী থাকে। ফলে চুটিয়ে জীবন উপভোগ করতে চান মহিলারা। 

তবে বয়স ধরে ভালোবাসার চাহিদা হয় না। কারণ এটা নির্ভর করে মন ও শরীরের সক্ষমতারও উপরেও। চাই মনের মতো পার্টনারও।