29 Jan, 2025
BY- Aajtak Bangla
v
কান ফোঁড়ানোর আগে যেমন প্রস্তুতি আছে, পরেও তেমনি যত্ন নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। একটু অসাবধানতায় কানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে অনেক।
বিশেষজ্ঞদের মতে, ১০ বছর বয়সের আগে কান ফোঁড়ানো উচিত নয়, কারণ এই সময়ে কানের বৃদ্ধি সম্পূর্ণ হয় না। আবার, খুব বেশি দেরি করাও অনুচিত।
কান ফোঁড়ানোর সময় ব্যবহৃত সুই বা মেশিন সম্পূর্ণ জীবাণুমুক্ত হওয়া আবশ্যক, যাতে সংক্রমণের ঝুঁকি কমে।
কান ফোঁড়ানোর পর সোনা বা রুপার দুল পরানো ভালো।
কান ফোঁড়ানোর পর ক্ষতস্থান পরিষ্কার রাখতে হবে। দিনে দুবার কানের দুল ঘোরানো উচিত, যাতে ছিদ্র বন্ধ না হয়।
শিশুর কান স্পর্শ করার আগে হাত ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত, যাতে সংক্রমণের ঝুঁকি কমে।
শুরুতেই ভারী দুল পরানো উচিত নয়, কারণ এতে কানের লতিতে টান পড়ে ছিদ্র বড় হতে পারে।
কান ফোঁড়ানোর পর যদি লালচে ভাব, ফোলা বা ব্যথা দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ক্ষত দ্রুত সারাতে শিশুকে ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল, যেমন লেবু, কমলা ইত্যাদি খেতে দেওয়া উচিত।