22 February, 2025

BY- Aajtak Bangla

সপ্তাহের কোন দিন মেয়েদের ভালোবাসার ইচ্ছা জাগে? ছেলেরা জানুন 

অনেকেই বলেন,পুরুষদের থেকে মহিলার ভালবাসার টানই বেশি। মনের মানুষকে বেশি করে আগলে রাখেন নারীরা।  

পুরুষদের মতোই নারীও প্রিয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা পছন্দ করে। ভালবাসার বহিঃপ্রকাশ মিলন।

নারীর ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছে অন্য রকম। এনিয়ে চমকপ্রদ তথ্য উঠে এল গবেষণায়। 

সমীক্ষায় উঠে এসেছে, সপ্তাহের বিশেষ দিনে নারীর ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা থাকে তীব্র। 

সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে শনিবার নারীর ভালোবাসার আকাঙ্ক্ষা প্রবল হয়। প্রিয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা চায়। কেন?

গবেষণা বলছে, এখন সব নারীই কর্মজীবী। সপ্তাহের প্রতিদিন কাটে ব্যস্ততায়। 

অনেক অফিসেই এখন শনি-রবি ছুটি থাকে।রবিবার ছুটি তো থাকেই।

তাই শনিবার নারী গভীরভাবে ভালবাসতে চায়। দুর্নিবার ইচ্ছে তীব্র হয়। 

আসলে ভালবাসায় দরকার মানসিক শান্তি। পরের দিন ছুটি থাকায় তাড়াও থাকে না। 

শনিবার তাই মন খুলে নারী উপভোগ করে দুষ্টুমি।