5th February, 2025

BY- Aajtak Bangla

মাসের কোন দিন মহিলাদের কামনা তীব্র হয়? অনেক পুরুষরাই জানে না

খিদে পাওয়া, ঘুম পাওয়ার মতো যৌনতাও মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি। এটা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ও বটে।

শারীরিক মিলন দুটি মানুষের সম্পর্কের রসায়নকে আরও দৃঢ় করে। সুস্থ জীবনের জন্যও অতি প্রয়োজনীয় সুখকর যৌনজীবন।

মহিলাদের ক্ষেত্রে মাসের সব দিন যৌন চাহিদা সমান হয় না। কোন সময়ে এই চাহিদা তুঙ্গে থাকে জানেন?

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, যে সময়ে মহিলাদের অভিউলেশন (ডিম্বস্ফোটন) হয়, তখন তাঁদের মধ্যে সঙ্গমের ইচ্ছা প্রবল হয়।

মেনস্ট্রুয়াল সাইকেল সাধারণ ভাবে ২১-৩৫ দিনের মধ্যে ঘোরাফেরা করে। ওভিউলেশনের আগের সময়টি ১৩-২০ দিন পর্যন্ত হতে পারে।

সাধারণত ওভিউলেশনের ১৪-১৬ দিনের মধ্যেই ঋতুস্রাব হয়।

বিশেষ করে ১৩তম বা ১৪তম দিনে তাদের আকাঙ্খা চূড়ান্ত থাকতে পারে।

ওভিউলেশনের দিন তিনেক আগে থাকেই শরীরের তাপমাত্রা একটু বেড়ে যায়।

এক মাসের শেষ পিরিয়ডের শেষ দিনটিতে আবারও তীব্র আকাঙ্খা অনুভব করেন নারীরা।

মহিলাদের ক্ষেত্রে যৌন চাহিদা কেবল এই বিষয়টির উপর নির্ভর করে, তা নয়। মানসিক চাপ, ক্লান্তি, হরমোনের তারতম্য— এই সব বিষয়গুলিও কিন্তু এ ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ।