BY- Aajtak Bangla

ATM-এর পুরো নাম কী বলুন তো, অনেকেই ভুল করবেন

10 October 2024

এটিএম আমরা প্রায় সকলেই ব্যবহার করি।

টাকা তোলার জন্য এটিএম খুব কার্যকরী।

রাস্তার মোড়ে মোড়ে অনেক এলাকাতেই বিভিন্ন ব্যাঙ্কের এটিএম থাকে।

নিজের প্রয়োজন মতো যখন খুশি এটিএম থেকে নগদ টাকা তোলা যায়।

এটিএমের সাহায্যে ব্যাঙ্কের নানা কাজকর্মও সারা যায়।  . .

 এটিএম আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। কিন্তু এর পুরো নাম কী? . .

অনেকেই বলেন যে, এটিএমের পুরো নাম হল 'অল টাইম মানি'। তবে এটা ভুল।

এটিএমের ফুল ফর্ম হল Automated teller machine।