BY- Aajtak Bangla
21 January 2025
কোনও ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ দেখেই অনেক কিছু ধারণা করা সম্ভব। সেই ব্যক্তি কী ভাবছেন, মানসিক পরিস্থিতি, এমনকি তাঁর স্বভাব সম্পর্কেও ধারণা করা যায়।
ঠিক যেমন কোনও ব্যক্তির বসার কায়দা পর্যবেক্ষণ করলেই তাঁর বিষয়ে বেশ কিছু তথ্য বের করা সম্ভব।
যেমন ধরুন, অনেকে পায়ের উপর পা তুলে বসেন। আবার অনেকে পা ক্রস করে বসেন। প্রতিটি বসার কায়দা থেকেই সেই ব্যক্তির সম্পর্কে আন্দাজ করা যায়।
পায়ের উপর পা তুলে বসা: এমন ব্যক্তিরা কথাবার্তায় বেশ পটু। তবে মোটামুটি নিজের কাজের বিষয়েই থাকেন এঁরা।
এমন ব্যক্তিরা সাধারণত বেশ কল্পনাপ্রবণ হন। এমন ব্যক্তিরা অনেক সৃজনশীল প্রকৃতির হন।
তবে এঁরা সহজে কাউকে ভরসা করতে পারেন না। কিছুটা সন্দেহবাতিকও হন। তাছাড়া এঁরা নিজেদের ব্যক্তিগত জীবনের বিষয়েও অনেক সিরিয়াস হন।
গোড়ালি ক্রস করে বসা: অনেকে চেয়ারে বসার সময় গোড়ালি ক্রস করে রাখেন। পায়ের উপর পা তোলেন না। এমন দেখলে বুঝবেন, এঁরা আসলে একেবারে সাদাসিধে মানুষ।
হাঁটুর উপর পা রেখে বসা: এমন ব্যক্তিদের মধ্যে আত্মবিশ্বাস অত্যন্ত বেশি হয়। তাছাড়া এঁরা খুব দৃঢ় প্রতিজ্ঞ হন।
কোনও সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটা নিয়ে অন্যরা কে কী ভাবছেন, তাই নিয়ে খুব একটা মাথা ঘামান না।