02 JANUARY, 2025

BY- Aajtak Bangla

পছন্দের মানুষ কাছে আসবেই, শুধু কানে কানে বলুন এই কথা

আপনার পছন্দের মহিলাকে  নিজের করে পেতে চান? এই স্বপ্ন দেখতে থাকলে স্বপ্নই থেকে যাবে।

বরং, তাঁকে আকৃষ্ট করার কৌশল জেনে রাখুন।

মাত্র ৩ পন্থার মাধ্যমে নিজের  জন্য আদর্শ সঙ্গী খুঁজে পাবেন।

মনের মানুষের গুণের কথা তাঁকে বলতে হবে। 

নেতিবাচক শব্দ ব্যবহার করলে তার বিরূপ প্রভাব পড়তে পারে। 

খুব বেশি 'না' বলবেন না।

মেয়েরা একটি প্রশ্ন খুবই শুনতে চায়, তা হল কেউ জিজ্ঞেস করুক যে তিনি কি পছন্দ করেন।

তাই সবসময় তার পছন্দের কথা জানুন।