3 OCT, 2024

BY- Aajtak Bangla

সবাই সেলাম ঠুঁকবে, কথার গুরুত্ব দেবে; মেনে চলুন ৩ টিপস

কথা বলেন অথচ আপনার কথাকে কেউ সেভাবে গুরুত্ব দেয় না। এমন সমস্যায় অনেকে পড়েন। তবে বেশ কয়েকটা টিপস মেনে চললে আপনিও হয়ে উঠবেন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

সেজন্য ফলো করুন কয়েকটা টিপস। কথা কম বলুন। সব জায়গাতে কথা বলবেন না। এতে গুরুত্ব কমে যায়। 

কেউ কোনও পরামর্শ না চাইলে নিজে থেকে দেবেন না। উত্তর দিলেও সংক্ষেপে দিন।

কখনও কর্কশ স্বরে কথা বলবেন না। মিষ্টভাষী হওয়ার চেষ্টা করুন। 

একটা কথা রিপিট করবেন না। যেটুকু প্রয়োজন সেটুকু বলুন। জোর করে বোঝানোর চেষ্চা করবেন না। 

গালাগাল দেবেন না। না জানলে না বলে দেবেন। জোর করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না। 

যুক্তিপূর্ণ কথা বলুন। লোকে যুক্তিহীন কথা বেশি শুনতে চায় না। 

ধীরে ধীরে কথা বলুন। চেষ্টা করুন যাতে কথা বোঝা যায়। দ্রুত বললে আপনার ইমেজ খারাপ হতে পারে।

কারও কথার মাঝে কথা বলবেন না। তাঁকে বলতে দিন, তারপর কথা বলবেন।