12 JUNE, 2023
BY- Aajtak Bangla
আপনার ভবিষ্যত কেমন হবে? উত্তর লুকিয়ে পায়ে, দেখুন
সমুদ্রবিদ্যা জ্যোতিষের একটি গুরুত্বপূর্ণ শাখা। এতে শরীরের বিভিন্ন অংশের গঠন, আকৃতি-প্রকৃতি, রঙ ইত্যাদির মাধ্যমে ভবিষ্যৎ জানার পদ্ধতি বলা হয়েছে।
এই পদ্ধতিতে মানুষের স্বভাব ও ব্যক্তিত্ব কেমন তাও জানা যায়।
চলুন জানা যাক শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ পায়ের তালুর মাধ্যমে ভবিষ্যৎ জানার উপায়।
পায়ের তলার টেক্সচার এবং সেখানে তৈরি হওয়া চিহ্ন ভবিষ্যতের কথা বলে।
সমুদ্র শাস্ত্রে পায়ের তলায় বিশেষ কিছু চিহ্ন থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে।
যাদের পায়ের পাতা লাল এবং মসৃণ, তারা খুব ভাগ্যবান। মা লক্ষ্মী এদের উপর অপার কৃপা বর্ষণ করেন।
সেইসঙ্গে, ফাটা গোড়ালি,শুষ্ক ত্বকের পা ভাল বলে মনে করা হয় না।
যাদের ফ্ল্যাট সোল অর্থাৎ পায়ের তালু সমান হয়, তারা পরিশ্রমী এবং খোলা মনের হন
পায়ের তলা যদি কালো হয়, তবে এই ধরনের লোকেরা প্রতারক, নিঃসন্তান, অর্থের সঙ্কটের শিকার হন।
জ্যোতিষশাস্ত্র এবং স্বাস্থ্য উভয়ের জন্যই হলুদ পায়ের তলা ভালো নয়।
Related Stories
বিয়ের সময় ৭ পাকে কেন ঘুরতে হয়? কারণটা জানুন
উচ্ছের ইংরেজি কী? বলতে পারবেন?
জামরুলের ইংরাজি কী? অনেকেই জানেন না
ভুলেও ডিমের সঙ্গে খাবেন না এই ৫ খাবার, গ্যাস-অ্যাসিডিটিতে ভুগবেন