19 August,, 2024
BY- Aajtak Bangla
কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি, মাছ ছাড়া চলে না বাঙালির।
কিন্তু চাইলেই সব মাছ খাওয়া যায় না। এমন কিছু মাছ আছে যা বিষের সমান।
এই সব মাছর ত্বকের পাশাপাশি ক্ষতি করে স্বাস্থ্যের। কম বয়সেই বুড়িয়ে যাবেন।
এই ধরনের মাছ খাওয়া থেকে বিরত থাকুন। কোন মাছ খাওয়া যায় না, জেনে নিন
মাগুর মাছ খাবেন না। হরমোন ইঞ্জেকশন দিয়ে মাগুর বড় করা হয়। যা মানুষের জন্য ক্ষতিকর।
তেলাপিয়ায় থাকে প্রচুর ক্ষতিকারক ফ্যাট। শরীরে কোলেস্টেরলের বাড়ায়। হতে পারে হার্টের অসুখও।
পাঁকাল মাছ নানা বর্জ্য পদার্থ খেয়ে বড় হয়। এই মাছ শরীরে জন্য বিষের সমান।
ম্যাকারেল থেকে পারদ। যা শরীরের জন্য ক্ষতিকর।
টুনা মাছ হরমোন ও অ্যান্টি-বায়োটিক ইঞ্জেক্ট করা হয়। যা ক্ষতিকর।
পাঙ্গাস মাছ বড় করতে দেওয়া হয় রাসায়নিক। এ থেকে ক্যান্সার হয়। তাই পাঙ্গাস মাছ একদম নয়।