BY- Aajtak Bangla

মেহেন্দির রং গাঢ় হচ্ছে না? এই ভুলগুলি শুধরে নিলেই  শাইন করবে চুল

17 April, 2024

সাদা চুল কালো করতে অনেকেই চুলে মেহেন্দি ব্যবহার করে থাকেন। কেউ কেউ আবার রুক্ষ চুলকে সতেজ করতে চুলে মেহেন্দি ব্যবহার করেন।

কিন্তু মেহেন্দি লাগানোর সময় অনেকেই এর মধ্যে নানা জিনিস যোগ করেন। যা চুলের ক্ষতি করতে পারে।

জেনে নিন কোন কোন জিনিস চুলের ক্ষতি করে।

লেবুর মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে ফলে মেহেন্দির মধ্যে লেবুর রস দিলে চুল আরও রুক্ষ হয়ে যায়।অনেকে মেহেন্দির মধ্যে দই ব্যবহার করে থাকে। দইও চুলের ক্ষতি করে।

কেউ কেউ অল্প সময় মেহেন্দি ভিজিয়ে চুলে ব্যবহার করে ফলে রঙ ঠিক করে আসে না।

মেহেন্দি লাগানোর আগে কমপক্ষে ৮ থেকে ১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তবেই সঠিক রঙ আসবে।

অনেকেই মেহেন্দি লাগানোর সময় প্লাস্টিকের বাটি ব্যবহার করেন যা একেবারেই উচিত নয়।

মেহেন্দি সব সময় স্টেইনলেস স্টিল বা লোহার বাটিতে ভেজানো উচিত।

মেহেন্দি লাগানোর আগে অনেক মানুষই জলে ভিজিয়ে রাখে। তবে জলের তুলনায় কফি কিংবা চায়ের লিকারে ভেজাতে পারেন। তবে তা যেন অবশ্যই ঠান্ডা হয়।