30 April, 2024

BY- Aajtak Bangla

ভুলেও কিনবেন না, পতঞ্জলির ১৪ প্রোডাক্ট নিষিদ্ধ,  রইল তালিকা  

সুপ্রিম কোর্টে ভর্ৎসনার পর এবার বাবা রামদেবের পতঞ্জলির ১৪টি পণ্যকে নিষিদ্ধ করা হল। 

ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ উঠেছে রামেদেবের দিব্য ফার্মাসির বিরুদ্ধে।

মোট ১৪টি পণ্যের একসঙ্গে লাইসেন্স বাতিল করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার।  

পতঞ্জলির নিষিদ্ধ পণ্যগুলি হল- স্বসারি গোল্ড, স্বসারি বটি, ব্রঙ্কোম, স্বসারি প্রবাহী, স্বসারি আভালেহ।

মুক্তা বটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিত, মধুনাশিনী বটি এক্সট্রা পাওয়ার।

লিভামৃত অ্যাডভান্স, লিভোগগ্রিট, আইগ্রিট গোল্ড এবং পতঞ্জলি দৃষ্টি আইড্রপ। 

পতঞ্জলির পণ্য নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে ক্ষমাও চেয়েছেন রামদেব আর বালকৃষ্ণ।

সংবাদপত্রে বড় করে বিজ্ঞাপন দিয়ে জনসমক্ষেও ক্ষমা চান বাধ্য হয়েছেন।

তবে ছোট বিজ্ঞাপন নিয়ে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। পরে বড় বিজ্ঞাপন ছাপিয়ে ক্ষমা চান রামদেবরা। 

পতঞ্জলি কর্তা রামদেব এবং বালকৃষ্ণের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ১৬ এপ্রিল বিজ্ঞপ্তি দেওয়া হলেও এটি সোমবার প্রকাশ্যে আসে।