9 December 2023

BY- Aajtak Bangla

রাধারানির নামেই রাখুন আপনার মেয়ের নাম, রইল সেরা ১০ নাম

দেবী লক্ষ্মীর একটি অবতার হলেন দেবী রাধিকা। হিন্দু মতে বাড়িতে কন্যা সন্তান হলে তাঁকে দেবী লক্ষ্মীর রূপ বলেই মনে করা হয়।

অনেকেই তাঁদের সন্তানদের নাম হিন্দু দেবদেবীদের নাম অনুসারে রাখেন। নিজের কন্যা সন্তানের নাম রাখুন এই কয়েকটি নামকে মাথায় রেখে।

মেয়ের নাম রাখতে পারেন বৃন্দা। এই নাম রাখলে আপনার সন্তানের লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি পাবে।

আপনার মেয়ের নাম দিন কেশবী। যার অর্থ শ্রী কৃষ্ণের প্রিয়জন।

‘র’ অক্ষরের নাম খুঁজলে চোখ বন্ধ করে রেখে দিন রাধিকা।

আপনার মিষ্টি মেয়ের নাম রাখতে পারেন কানুপ্রিয়া। যার অর্থ কানহার প্রেয়সী।

রাধারানির নামের তালিকায় অন্যতম খুবই মধুর একটি নাম হল ঋদ্ধিকা। যার অর্থ সেই মেয়ে যার আগমনে ঘরে সুখ আসে।

আপনার সদ্যজাত কন্যার নাম রাধারানির অপর নাম গৌরাঙ্গীও রাখতে পারেন। যার অর্থ সুখদাত্রী।

রাধাকে শ্যামের শ্যামলীও বলা হত, আপনিও এই নাম দিতে পারেন আপনার মেয়ের।

মেয়ের নাম বেশি না ভেবে রাখুন পূর্ণা। যার অর্থ যিনি সমস্ত ত্রুটি পূরণ করতে পারেন।

শ্রীকৃষ্ণের প্রেয়সী হওয়ায় রাধাকে কৃষ্ণা নামেও ডাকা হয়। কৃষ্ণা নামটি বাংলায় বেশ জনপ্রিয়।

মন্ময়ী নামটি মেয়েদের জন্য বেশ ইউনিক। এই নামের অর্থ রাধারানি। কৃষ্ণের প্রিয়া রাধা পরিচিত ছিলেন মন্ময়ী নামে।