BY- Aajtak Bangla
07 April, 2025
আপনি যদি বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে অবিবাহিত ব্যক্তিকে এসব কথা বলবেন না কখনও।
‘…কিন্তু তুমি অনেক সুন্দর’। আপনি হয়তো প্রশংসা হিসেবেই বলছেন। কিন্তু এর অর্থ এমন দাঁড়াতে পারে যে তিনি সুন্দর হওয়া সত্ত্বেও তাঁর অন্য কোনও নেতিবাচক স্বভাবের কারণে বিয়ে হয়নি।
‘চিন্তা কোরো না, এখনো সময় আছে’ এ ধরনের কথা বললে তাঁর যে বয়স হয়ে যাচ্ছে কিংবা বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এমন ভাবনা চেপে বসতে পারে তাঁর মনে।
‘আমি তোমাকে বলতে পারি সমস্যাটা কোথায় হচ্ছে’ এমন কথা বলে নিজেকে ‘সর্বজ্ঞ’ প্রমাণ করতে যাবেন না যেন।
‘বিয়ে করছ কবে?’ বা ‘তোমার অনামিকায় কি আমরা কখনো আংটি দেখতে পাব?’ সমসাময়িক প্রায় সবার বিয়ে হয়ে যাওয়ার পরও যিনি অবিবাহিত, তাঁকে এমন প্রশ্ন করতে যাওয়াই অবান্তর।
‘আমি এমন একজনকে চিনি, যে তোমার জীবনসঙ্গী হতে পারে’ ওই ব্যক্তি যদি আপনাকে তাঁর জন্য জীবনসঙ্গী খোঁজার দায়িত্ব না দিয়ে থাকেন, তাহলে অযথা এই ‘দায়িত্বের বোঝা’ নিজের কাঁধে নেবেন না।
‘তুমি বড্ড বেশি খুঁতখুঁতে’ হয়তো বিভিন্ন সময় আপাতদৃষ্টে ‘ভালো’ পাত্র বা পাত্রী ফিরিয়ে দিয়েছেন তিনি। এখন আপনি যদি একে খুঁতখুঁতে স্বভাব হিসেবে চিহ্নিত করেন, তাহলেও কিন্তু আপনি নিজেকে ‘জাজমেন্টাল’ মানুষ হিসেবে উপস্থাপন করলেন।
‘তোমার তো কোনও গতি হলো না’ কিংবা ‘শেষ বয়সে কী হবে?’বিয়ে না করার অপকারিতা বর্ণনা করাটাও অর্থহীন বিষয়।