BY- Aajtak Bangla

আপনার মধ্যে আছে নাকি এই ৪ বদগুণ? সন্তানও বাবাকে ভাববে হিরণ্যকশিপু

25th March, 2024

সন্তান ও বাবার সম্পর্ক একেবারেই অন্যরকম হয়ে থাকে। বাবার কাছেই চলে যত আবদার।

স্নেহময় বাবাদের পাশাপাশি এমন কিছু বাবাও রয়েছেন, যাঁদের তুলনা করা হয় রাজা হিরণ্যকশিপুর সঙ্গে।

হিরণ্যকশিপু চাইতেন যে সবই তাঁকে ভগবান হিসাবে পুজো করুক। যেখানে নিজেরই পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর আরাধনায় মগ্ন ছিল।

এই কারণে হিরণ্যকশিপু তাঁর নিজের ছেলেকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। তাই ক্রুর বাবাদের সঙ্গে এই রাজার তুলনা করা হয়। 

আসুন সেই বদগুণগুলো জেনে নেওয়া যাক, যা বাবাদের মধ্যে থাকা একেবারেই উচিত নয়।

অভদ্র ভাষা এক বাবা হিসাবে তাঁর সবচেয়ে বড় বদগুণ। অভদ্র ভাষা ব্যবার করলে তার প্রভাব শিশুদের মানসিকতার ওপর পড়ে। তাই সন্তানের সামনে ভেবেচিন্তে কথা বলুন।

একজন ভাল বাবার মধ্যে মিথ্যা, অহংকার, দ্বেষ, রাগ বা অপমান করার মনোভাব থাকবে না। এরকম অমর্যদাপূর্ণ মূল্যবোধ থেকে শিশুদের দূরে রাখুন।

কখনও সন্তানের সামনে স্ত্রীর সঙ্গে ঝগড়া করবেন না। এতে সন্তানের গড়ে ওঠার ক্ষেত্রে খারাপ প্রভাব পড়ে।

সন্তানের সামনে কখনও ভুল জিনিসকে প্রশ্রয় দেবেন না, এই খারাপ স্বভাব সন্তানের পুরো জাবন খারাপ করে দিতে পারে। সন্তানকে সবসময় সঠিক ও ভুল বিষয়ের মধ্যে পার্থক্য করা শেখান।