BY- Aajtak Bangla

জুতো খুলতেই পচা দুর্গন্ধ, ৫ উপায়েই দূর হবে

26th January, 2025

পছন্দের জুতো পরে কাজে যাওয়া বা ঘুরতে যাওয়া সবই ঠিকমতো হচ্ছে, কিন্তু খুলতে গেলেই বাধে বিপত্তি।

অনেকক্ষণ জুতো পরে থাকার ফলে তা খোলার পর জুতো থেকে বিশ্রী গন্ধ বের হয়। অনেকেই এই ধরনের লজ্জাজনক অবস্থায় পড়েছেন।

তবে কিছু টিপস জানলে আর এরকম ভাবে লজ্জায় পড়বেন না।

দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকর একটি উপায় হচ্ছে বেকিং সোডা। জুতো বা মোজা খুলে রাখার পর কিছুটা বেকিং পাউডার বা বেকিং সোডা ছিটিয়ে সারারাত রেখে দিন। পরদিন ব্যবহারের পূর্বে বেকিং সোডা ফেলে দিয়ে তারপর ব্যবহার করুন।

অ্যাপেল সিডার ভিনিগার ও জল দিয়ে পা ভিজিয়ে রাখুন। এরপর সাবান দিয়ে ধুয়ে নিন। পা ও জুতো দুটোতেই গন্ধ হবে না।

জুতোর ভেতরে টি ব্যাগ রেখে দিন এক ঘণ্টা। এরপর টি ব্যাগটি ফেলে দিন। জুতোর দুর্গন্ধ নিয়ে আর ভাবতে হবে না।

এক টুকরো কাপড়ের ভেতর অথবা পুরানো মোজায় কয়েকটি লবঙ্গ রেখে গিঁট বেঁধে রেখে দিন সারারাত। আপনার জুতোর দুর্গন্ধ দূর হবে সহজেই। কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাওয়া যায়।

চেষ্টা করবেন পা সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে। যাদের প্রচুর পা ঘামে, তারা পা ধোয়ার সঙ্গে সঙ্গে পা মুছে ফেলুন।