31 January, 2024

BY- Aajtak Bangla

রান্নাঘরের দুর্গন্ধ সহ্যের সীমা পেরিয়েছে? ঘরোয়া ৬ উপায়ে মুক্তি

বাঙালি মানেই খাদ্যরসিক। তারা নানান রকমের সুস্বাদু রান্না করতে পারদর্শী। 

খেতে আর খাওয়াতে দুইই ভালোবাসেন তারা।

অনেকের রান্নাঘরে বোটকা গন্ধ বেরোয়। তারা কী করবেন?

রান্নাঘর দুর্গন্ধমুক্ত রাখার টিপস রইল।

নিয়মিত রান্নাঘর মুছবেন। ভাতের মাড়, দুধ ইত্যাদি পড়ে গেলে নিয়মিত না ধুলে এসব থেকে গন্ধ বেরোয়। 

বেসিনে কাজ শেষ হওয়ার পর গরম জল ঢেলে দেবেন। ভিনেগার বা লেবুর জল দিতে পারেন।

মাছ বা মাংস কাটলে অপ্রয়োজনীয় অংশগুলি রান্নাঘরে না ফেলে ডাস্টবিনে ফেলবেন। ময়লা প্রতিদিন ফেলবেন। জমিয়ে রাখবেন। এর থেকে ব্যাকটেরিয়া ছড়াবে। অসুস্থ হতে পারেন।

ঘরে আঁশটে গন্ধ ছড়ালে একটা পাত্রে একটু অলিভ অয়েল আর দারুচিনির টুকরো দিয়ে আগুনে দিলেই দুর্গন্ধ চলে যাবে।