9 June, 2024
BY- Aajtak Bangla
একটা সময় রাস্তায় দাপাত বাজাজ স্কুটার। সেই লস্টালজিয়া আবার ফিরল। বৈদ্যুতিক স্কুটার Chetak লঞ্চ করল টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা Bajaj Auto।
কোম্পানি এই নতুন স্কুটারের নাম দিয়েছে Chetak 2901।
নতুন চেতক মিলছে পাঁচটি রঙের। এর মধ্যে রয়েছে লাল, সাদা, কালো, হলুদ এবং নীল।
লুক এবং ডিজাইনের দিক থেকে এটি চেতকের অন্যান্য মডেলের মতোই। তবে কিছু ফিচার পরিবর্তন করে কোম্পানি এটিকে আরও সস্তা করেছে।
এই নতুন ইলেকট্রিক স্কুটারটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত ডিলারশিপ থেকে বুক করা যাবে।
নতুন Chetak 2901 ইলেকট্রিক স্কুটারে ২.৮৮kWh ক্ষমতার ব্যাটারি প্যাক রয়েছে। কোম্পানির দাবি, এই স্কুটারটি একবার চার্জে ১২৩ কিলোমিটার চলবে।
Chetak-এর সর্বোচ্চ গতি ৬৩ কিমি প্রতি ঘন্টা। এর ব্যাটারি চার্জ হতে ৬ ঘন্টা সময় নেয়।
কম দামে লঞ্চ হওয়া সত্ত্বেও এই বৈদ্যুতিক স্কুটারটিতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ সংযোগের মতো ফিচার রয়েছে।
এই স্কুটারের সঙ্গে TecPac নিতে পারেন গ্রাহকরা। এই নতুন ইলেকট্রিক স্কুটারের প্রারম্ভিক দাম ৯৫,৯৯৮ টাকা (এক্স-শোরুম)।
বর্তমানে বাজাজ চেতক ভারতীয় বাজারে একমাত্র বৈদ্যুতিক স্কুটার যার মেটাল বডি।