BY- Aajtak Bangla
23 August, 2024
কম বাজেট। ভাল মাইলেজ। দেখতে সুন্দর। এই তিনটিই পেতে পারেন Bajaj CT 110X-এ।
রোজের অফিস যাতায়াত বা কাজের জন্য মোটরসাইকেল চাইলে এটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।
এটি ৮.৬ PS সর্বোচ্চ পাওয়ার এবং ৯.৮১ Nm পিক টর্ক জেনারেট করে। 4-স্পিড গিয়ারবক্স থাকছে।
৭০ কিলোমিটারের বেশি মাইলেজ দেয় বাজাজ সিটি ১১০এক্স।
CT রেঞ্জের স্টাইলিং-ই রাখা হয়েছে। রেট্রো, মিনিমালিস্ট লুক। একেবারে সিম্পেল ডিজাইন। তার মধ্যেও যেন হালকা শৌখিনতার ছায়া আছে।
গোল হ্যালোজেন হেডল্যাম্প রয়েছে। সামনের ফ্যাসিয়াতে হেডল্যাম্পের উপরে একটি এলইডি ডিআরএল-ও রয়েছে। ইন্ডিকেটর ল্যাম্পও হ্যালোজেন। অ্যানালগ স্পিডোমিটার রয়েছে।
70 কিমি প্রতি লিটার ARAI মাইলেজ দেবে Bajaj CT110X। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১১ লিটার।
Bajaj CT110X-এর দাম শুরু হচ্ছে ৬৭ হাজার থেকে (এক্স-শোরুম)। অনরোড প্রায় ৮১,০০০ টাকা।
৮ হাজার টাকার ডাউনপেমেন্টে কিনতে পারবেন। Bajaj CT110X-এ ১১৫.৪৫cc 4-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পাবেন।