BY- Aajtak Bangla

Pulsar-এর CNG বাইক আনছে বাজাজ? ৪০০ CC-র বেশি! 

20 SEPTEMBER, 2023

দেশের অন্যতম সেরা গাড়ি নির্মাতা কোম্পানি বাজাজ ওটো নিজের নতুন পালসার ও ১০০ সিসি সেগমেন্টের একটি CNG বাইকও আনতে চলেছে।

রিপোর্ট অনুযায়ী বাজাজ এই বছরে তাদের পালসার রেঞ্জ আপগ্রেড করার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় পালসার বাইকও লঞ্চ করবে। 

যদিও কোনও রকমের প্রযুক্তিগত তথ্য দেওয়া হয়নি কোম্পানির তরফ থেকে। 

এখনও পর্যন্ত 250cc পর্যন্ত পালসার বাইক আছে। কিন্তু অনুমান করা হচ্ছে এই নতুন বাইকটি 400cc-র হতে পারে।

বাজাজ ২০০৬ সালেও এটা বলেছিল যে তারা CNG বাইক আনবে। সেই বাইকে ডুয়াল ফুয়েল টেকনোলজি ব্যবহার হতো।  

যদিও সেই বাইক এখনও আনতে পারেনি কোম্পানি।

কিন্তু এখন যেহেতু CNG বাইকের উপর GST কম করানোর কথা উঠেছে, সেই জন্য এটা অনুমান করা হচ্ছে যে বাজাজ CNG বাইকও আনতে পারে। 

বাজাজ তাদের একমাত্র ইলেকট্রনিক মডেল, চেতক মার্কেটে প্রশার করতে চাইছে। 

কোম্পানির অনুযায়ী ভবিষ্যতে তারা চেতকের মতন আরও কয়েকটি ইলেকট্রনিক বাইক বাজারে আনবে। 

কোম্পানির লক্ষ্য এই উৎসবের মরশুমে তারা ১০০০০ চেতক বাইক বাজারে আনবে।

অগাস্ট মাস অবদি কোম্পানি ৮০০০ উনিট তৈরি করেছে।