27 June, 2024
BY- Aajtak Bangla
চুল ঝরে টাক পড়ার চিন্তায় আরওই মাথা খালি হয়ে যাচ্ছে অধিকাংশ মানুষের।
বেশিরভাগ মানুষই চুল ঝরার সমস্যায় নাজেহাল। চুল ঝরে যাওয়ার থেকেও নতুন চুল কেন গজাচ্ছে না সেই নিয়ে ঘুম উড়েছে অধিকাংশ আমজনতার।
ঘরোয়া কিছু টোটকাতেই এই সমস্যা থেকে নিস্তার পাওয়া সম্ভব। প্রাকৃতিকভাবে চুল গজানোর এই উপায় জেনে রাখুন।
রান্নায় আদা ছাড়া যেমন স্বাদ আসে না, তেমন চুল চর্চাতেও রয়েছে আদার দারুণ ভূমিকা।
আদায় রয়েছে প্রচুর ভিটামিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের মতো প্রয়োজনীয় উপাদান, যা চুল গজাতে সাহায্য করে। আদার রস চুলের ফলিকল শক্তিশালী করে।
দক্ষিণী মহিলাদের ঘন, লম্বা, কালো চুলের কারণ হল কারিপাতা। এই কারিপাতা যদি নিয়ম করে চুলে লাগানো যায় চুল ঝরার ভয় আর থাকবে না।
এছাড়া অ্যালোভেরা জেল ও ক্যাস্টর অয়েলও চুলের ঘনত্ব বাড়ায়। এক মাসে টাক ভরে উঠবে চুলে।
চুল গজানোর ম্যাজিক জেল তৈরি করতে এক'টা বড় টুকরো আদা নিন। কয়েকটা কারিপাতা দিয়ে প্রথমে মিক্সিতে পেস্ট করে নিন।
তারপর একটা পাত্রে রসটা ছেঁকে নিয়ে তাতে হাফ চামচ ক্যাস্টর অয়েল আর এক চামচ অ্যালোভেরা মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি ম্যাজিক জেল।
এটি সপ্তাহে একদিন ৪৫ মিনিট লাগিয়ে কেমিক্যাল ফ্রি কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। দিন কয়েকেই ফল দেখতে শুরু করবেন।