BY- Aajtak Bangla

সন্তানের সঙ্গে বন্ধন দৃঢ় করতে চান? এই জিনিসগুলি মাথায় রাখুন

26 MARCH 2025

বয়স বাড়লে চুল পড়া খুবই সাধারণ। কিন্তু অল্প বয়সে চুল পড়লে তা চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে।

চুল পড়া

চুল পড়া এখন বেশ গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে বড়, সকলেই এই সমস্যায় ভুগছে। 

চুলের সমস্যা

একটি সবজিতে আটকানো সম্ভব চুল পড়া। পেঁয়াজেই হতে পারে দারুণ কাজ। 

উপকারী সবজি

শুধু এই পদ্ধতি মেনে ব্যবহার করতে হবে পেঁয়াজ। জানুন, পদ্ধতি... 

পেঁয়াজ

অ্যালোভেরার সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে মাথায় মেখে নিলে দারুণ উপকার পাবেন। 

পেঁয়াজের রস

পেঁয়াজ ও লেবুর রস মিশিয়ে মাথায় লাগিয়ে মিনিট ২০ অপেক্ষা করুন। এরপর ধুয়ে নিন। 

পেঁয়াজ ও লেবু

টক দই পেঁয়াজের রোজ মিশিয়ে সপ্তাহে ১-২ দিন ব্যবহার করলেই ফলাফল পাবেন হাতেনাতে। 

টক দই

এছাড়াও, এক চামচ ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করলে দারুণ উপকার পাবেন। 

ল্যাভেন্ডার অয়েল

কিছুদিন ব্যবহার করলেই ফল নিজের চোখে দেখতে পাবেন।

ফল পাবেন