26 OCTOBER 2024

BY- Aajtak Bangla

টাকে দিন এই রসের ২ ফোঁটা মালিশ, মাথা ভরবে কালো চুলে

দূষণ, অনিয়মিত জীবনযাপনে চুল পড়ার সমস্যায় ভুগছে ৮-৮০।  খুবই চিন্তায় পড়ে যান মায়েরা।

বেশিরভাগ ক্ষেত্রেই বয়স ৩০ পেরনোর আগেই মাথায় টাক পড়ে যাচ্ছে। ধীরে ধীরে কপাল চওড়া হচ্ছে। 

এসব থেকে বাঁচতে, পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট বা স্পা করলে কোনও ফল মিলবে না। 

বরং প্রাকৃতিক উপায়ে এই কাজ করে দেখুন, টাকের ফাঁক ভরবে। মাথা জুড়ে থাকবে কেশরাশি।

চুলের জন্য অনবদ্য জবা ফুল, তা অনেকেরই জানা। তবে এর পাতাও যে জাদুকরী তা কতজন জানেন।

এর জন্য জবা ফুলের পাতার রস তৈরি করতে হবে। জবা ফুলের পাতায় রয়েছে ভিটামিন সি ও এ, আলফা হাইড্রোক্সিল এবং অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়, যা চুলের স্বাস্থ্যে খুব উপকারী। 

স্ক্যাল্পে কোনও সংক্রমণ থাকলে সেটাও কমায়। দেখে নিন কীভাবে জবা ফুলের পাতা কীভাবে ব্যবহার করবেন। 

এক মুঠো জবা পাতা নিয়ে তা ঘণ্টাখানেক জলে ভিজিয়ে রাখুন। এরপর এটি বেটে নিয়ে, রস ছেঁকে নিন। 

এরপর পেঁয়াজের রসের সঙ্গে জবা পাতার রস একসঙ্গে মিশিয়ে দিন। এই মিশ্রণ সরাসরি লাগান মাথায়। ভালো করে মাথায় এই রস মালিশ করুন।

শ্যাম্পু করার ২৫-৩০ মিনিট আগে স্ক্যাল্পে লাগান। মাসে ২-৩ দিন এটি করতে পারলে চুল পড়া বন্ধ হবে। চুলের দারুণ পুষ্টি জোগায় এটি।