BY- Aajtak Bangla

কলার খোসা লাগান, তাতেই উপচে পড়বে যৌবন

14 October 2024

মুখ যাতে চকচক করে সেজন্য আমরা অনেকেই সচেতন থাকি। মুখের ঔজ্জ্বল্য বাড়াতে তাই নানা প্রসাধনী ব্যবহার করেন অনেকে।

অনেক সময়ই মুখে ব্রণ, দাগছোপ কিংবা চামড়া কুঁচকে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

তবে মুখের ত্বক ভাল রাখতে হলে বাজারের বিভিন্ন জিনিসের থেকে প্রাকৃতিক নানা উপাদান বেশি কার্যকরী।

তেমনই একটি প্রাকৃতিক উপাদান হল কলা। এই ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

কলা খাওয়ার সময় আমরা খোসা ফেলে দিই। জানেন তো, কলার মতো কলার খোসাও খুব উপকারী। . .

বিশেষজ্ঞদের মতে, কলার খোসা বেটে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগালে মুখে দাগছোপ দূর হয়। . .

কলার খোসার ভিতরের অংশে মুখে লাগালে শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এতে ত্বক মোলায়েম হবে। 

মুখে কলার খোসা লাগালে বলিরেখা দূর হয়। এতে চামড়া টানটান হবে।