19 JUNE, 2024

BY- Aajtak Bangla

বাড়ী নাকি বাড়ি, কোনটা সঠিক বানান? অনেকেই ভুল জানেন

আমরা ছোটবেলায় এমন অনেক বানান শিখেছি, আজকাল আর সেই বানানটা লেখা হয় না।

আসলে সময়ে সময়ে বানান সংশোধন করা হয়।

সেইরকই একটি বানান হচ্ছে বাড়ি নাকি বাড়ী।

মনে করে দেখুন আমরা ছোটবেলায় শিখেছি-গাড়ী, বাড়ী ইত্যাদি।

তবে এখন লেখা হয় গাড়ি, বাড়ি ইত্যাদি।

এখনও অনেকেই এই বানানটা নিয়ে বিভ্রান্তিতে থাকেন কী লেখা উচিত।

আজকে জেনে নিন বাড়ি লিখবেন নাকি বাড়ি?

সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দে ই ও উ কার ব্যবহৃত হবে।

সেই হিসেবে বাড়ী লিখলে হবে না। লিখতে হবে বাড়ি। বাড়ি প্রমিত রূপ। বাড়ি এসেছে সংস্কৃত বাটী থেকে। তাই প্রমিত রূপটা ব্যবহার করা বাঞ্ছনীয়।