BY- Aajtak Bangla

বাসি রুটি দিয়ে বানান এই মিষ্টি পদ, চেটেপুটে খাবেন, সহজ রেসিপি

3 May 2025

রুটি আমরা অনেকেই পছন্দ করি। রোজ অনেকেই রুটি খান।

রুটি

পুষ্টিবিদদের মতে, রুটি আমাদের শরীরের জন্য বেশ ভাল।

উপকারী

 রুটি অনেকসময়ই আমরা ফ্রিজে রেখে দিই। পরে তা খাই।

ফ্রিজে রাখি

আবার কেউ বাসি রুটি পছন্দ করেন না। তাই ফেলে দেন।

বাসি রুটি

তবে বাসি রুটি দিয়ে সহজেই সুস্বাদু মিষ্টি খাবার বানাতে পারেন। রেসিপি রইল...

মিষ্টি খাবার

বাসি রুটিগুলি ত্রিভুজাকার করে কেটে মধু, দারচিনি মাখিয়ে নিতে হবে।

মধু-দারচিনি

এবার বাসি রুটিগুলি টোস্ট বা এয়ার-ফ্রাই করে নিন।

এয়ার ফ্রাই

 ব্যস, দেখবেন মুচমুচে খেতে হয়েছে নাচোসের মতো। দারুণ সুস্বাদু হবে।

সুস্বাদু খেতে