BY- Aajtak Bangla
3 May 2025
রুটি আমরা অনেকেই পছন্দ করি। রোজ অনেকেই রুটি খান।
পুষ্টিবিদদের মতে, রুটি আমাদের শরীরের জন্য বেশ ভাল।
রুটি অনেকসময়ই আমরা ফ্রিজে রেখে দিই। পরে তা খাই।
আবার কেউ বাসি রুটি পছন্দ করেন না। তাই ফেলে দেন।
তবে বাসি রুটি দিয়ে সহজেই সুস্বাদু মিষ্টি খাবার বানাতে পারেন। রেসিপি রইল...
বাসি রুটিগুলি ত্রিভুজাকার করে কেটে মধু, দারচিনি মাখিয়ে নিতে হবে।
এবার বাসি রুটিগুলি টোস্ট বা এয়ার-ফ্রাই করে নিন।
ব্যস, দেখবেন মুচমুচে খেতে হয়েছে নাচোসের মতো। দারুণ সুস্বাদু হবে।