BY- Aajtak Bangla

স্নানের জলে ফেলুন এই পাতা, বুড়ো বয়সেও মুচকি হাসবে যৌবন 

15 May  2024

স্নান করলে শরীরের নানা আবর্জনা সাফ হয়ে যায়। তবে স্নানের জলে যদি বিশেষ কিছু প্রাকৃতিক উপাদান মেশানো হয়, তা হলে বিশেষ ফল পাওয়া যায়।

 বয়স হলে শরীরে তার ছাপ পড়ে। চেহারায় জৌলুস চলে যায় অনেকের।

তবে স্নানের জলে এই পাতা মেশালে বুড়ো বয়সেও চকচক করবে চেহারা। জেনে নিন...

বিশেষজ্ঞদের মতে, নিমপাতা আমাদের শরীরের জন্য উপকারী। ত্বকের সৌন্দর্য বাড়াতে কার্যকরী এই পাতা।  . .

স্নানের জলে আধ ঘণ্টা নিম পাতা ভিজিয়ে রাখুন। তারপরে সেই জলে স্নান করুন। এতে ত্বকের সমস্যা দূর হবে। . .

২-৩টি নিমপাতা নিয়ে তা জলে ফোটান। তারপরে ঠান্ডা হলে তা স্নানের জলে মেশান। সেই জল গায়ে ঢাললে ত্বকের জেল্লা বাড়বে।

চিকিৎসকদের মতে, নিমপাতা ত্বকের জন্য খুব ভাল। নিয়মিত নিম পাতা জলে ফেলে স্নান করলে দাগছোপ দূর হয়।

ত্বকে জ্বালা ভাব, চুলকানির সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়। নিয়মিত নিম পাতা দিয়ে স্নান করলে নরম হবে ত্বক।