BY- Aajtak Bangla
6th May, 2024
বাথরুম থাকলে দুর্গন্ধ হবেই। আর সেই দুর্গন্ধ নিয়ে অনেকে চিন্তায় পড়ে যান। মাসে মাসে হাজার, দু-হাজার টাকা খরচ করে সেই দুর্গন্ধ দূর করতে হয়। কিন্তু ঘরোয়া টোটকাতেই দূর হবে দুর্গন্ধ।
ক্লিনার, রুম ফ্রেশনার ইত্যাদি ব্যবহার না করে যদি বেকিং সোডা ঠিকমতো কাজে লাগাতে পারেন, তাহলে বাথরুমের দুর্গন্ধ দূর হবে। বাথরুমের টাইলস বা মেঝে বেকিং সোডা দিয়ে পরিষ্কার করুন। গন্ধ পালাবে।
বাথরুম পরিষ্কার করার মোক্ষম টোটকা হল এক টুকরো লেবু। লেবুর একটা টুকরো নিন। তা বাথরুমে রেখে দিন। এটি দুর্গন্ধ দূর করে বাথরুমকে সতেজতায় ভরে দেবে।
একটা করে লেবু কেটে তা বাথরুমের মধ্যে কোনও একটা নির্দিষ্ট জায়গাতে রাখুন। প্রতি সপ্তাহে একটা করে লেবু বদলান। দেখবেন দুর্গন্ধ থাকবে না।
বাথরুম থেকে দুর্গন্ধ দূর করার মোক্ষম ওষুধ হল ভিনিগার। একটি পাত্রে ভিনিগার ঢেলে নিন। সেটি বাথরুমের এক কোণায় রেখে দিন। ১৫ দিন অন্তর অন্তর ভিনিগার বদলে দিন।
বাথরুমের কমোড থেকেও দুর্গন্ধ বের হয়। কমোডের দুর্গন্ধ দূর করতে এক কাপ ভিনিগার ঢেলে দিন এতে। পাঁচ মিনিট ওভাবেই থাকতে দিন। এরপর ফ্লাশ করে দিন।
বাথরুমের অপ্রীতিকর গন্ধ দূর করার জন্য একটি কটন বলে কয়েক ফোঁটা গোলাপ ও সাইট্রাস এসেনশিয়াল অয়েল দিয়ে বাথরুমের কোন একটি স্থানে রেখে দিন। তাহলেও দুর্গন্ধ দূর হবে।
অনেকে বাথরুমের পাশে ডাস্টবিন রেখে দেন। তাই বাথরুম ক্লিন রাখতে ডাস্টবিন দূরে সরিয়ে রাখুন।
বাথরুমে এক্সস্ট ফ্যান লাগানো থাকা খুব উপকারী। বাথরুম ব্যবহারের পরে এক্সস্ট ফ্যান চালিয়ে দিন। তাহলেও বাথরুম ক্লিন থাকবে।