10th January, 2024
BY- Aajtak Bangla
অনেকের বাড়ির বাথরুম থেকে দুর্গন্ধ বের হয়, যা শরীরের জন্য ক্ষতিকর।
কোনও অতিথি বাড়ি এলে খুবই অস্বস্তির মধ্যে আপনি পড়তে পারেন।
অথচ বাথরুমের গন্ধ দূর করা যায় খুব সহজে, যাতে কোনও খরচ নেই।
বেকিং সোডাকে বাথরুমে ছিটিয়ে ১ ঘণ্টার জন্য রেখে ধুয়ে ফেললে দারুণ ফল পাবেন।
একটা পাত্রে জল ও ভিনিগার মিশিয়ে বাথরুমে দিয়ে কিছুক্ষণ রেখে দিন।
কফি বাথরুমের মেঝেতে ছিটিয়ে দিলে গন্ধ দূর হবে।
বাথরুমে ভেজা গামছা বা তোয়ালে রাখলে তার থেকেও গন্ধ বের হতে পারে।
তাই সবসময় পরিষ্কার তোয়ালে বাথরুমে রাখুন। বাথরুমে ভেজা কাপড় কখনও রাখবেন না।
বাথরুমে সবসময় একটি জানলা রাখবেন। যাতে বায়ুচলাচল করা সম্ভব হবে।