BY- Aajtak Bangla
19 JULY 2024
ঘর- বাড়ি পরিষ্কার রাখার ক্ষেত্রে মাকড়সা চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
আপাতদৃষ্টিতে এই পতঙ্গকে নিরীহ বলে মনে হলেও, এটি আসলে খুবই ক্ষতিকর।
ঘরের ভিতর ছাদের কোণ,দরজার চৌকাঠ, ঘরের কোণা, দুটি দেওয়ালের সংযোগস্থল খুব পছন্দ মাকড়সার।
জানুন কীভাবে সহজে মাকড়সা তাড়ানো সম্ভব।
১ কাপ সাদা ভিনিগার ও ১ কাপ জল ভাল করে মিশিয়ে ঘরের আনাচে-কানাচে স্প্রে করুন।
যেখানে মাকড়সা বেশি দেখা যায়, সেখানে সাইট্রাস ফল যেমন লেবুর খোসা ঘষে রাখুন।
কমলালেবুর খোসা সারা রাত ভিনিগারে ডুবিয়ে রাখতে পারেন। সকালে ওই ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে স্প্রে করুন।
ঘরের যে স্থানে মাকড়সা বাসা বাঁধে, সেখানে সিগারেট বা বিড়ি ভেঙে ভিতরের তামাক ছড়িয়ে দিন।
পিপারমেন্ট তেলের গন্ধ মাকড়সা সহ্য করতে পারে না। এছাড়া এসেনশিয়াল অয়েল গোটা বাড়িতে ছড়িয়ে দিলে মাকড়সার উত্পাত কমবে।
যে স্থানে মাকড়সার উৎপাত বেশি, সেখানে কিছু টাটকা পুদিনা পাতা ছড়িয়ে রাখুন। শুকিয়ে গেলে, আবার টাটকা পাতা রাখবেন।
একটি পাত্রে বেকিং পাউডার নিয়ে যে স্থানে মাকড়সার উপদ্রব বেশি, সেখানে ছড়িয়ে দিন। সময়ে সময়ে এটি পরিবর্তন করতে থাকুন।