27 Jan, 2025 

BY- Aajtak Bangla

BY- Aajtak Bangla

তেজপাতায় এই নম্বর লিখে পকেটে রাখুন, ভাগ্য বদলে যাবে

শুধু রোজগার করলেই হয় না। টাকা জমানোর জন্য প্রয়োজন হয় শাস্ত্র সম্মত টোটকার। তবেই টাকা থাকে।

অনেকের মাসের শেষের দিকে বা মাঝের দিকে টাকা শেষ হয়ে যায়। তবে তেজপাতার সাধারণ টোটকা করলেই অর্থকষ্ট থেকে মুক্তি মেলে।

জ্যোতিষশাস্ত্র মতে, রান্নাঘরের একাধিক মশলার খুব সাধারণ ব্যবহারে টাকা জমতে পারে। 

তার মধ্যে অন্যতম হল তেজপাতা। এই পাতা খুব উপকারী। রাতারাতি ভাগ্যও বদলে দিতে পারে। 

সেজন্য লাগবে একটা তেজপাতা। আর তা রাখতে হবে একটা মানিব্যাগে।

অর্থ সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন, তাঁদের জন্য এই টোটকা খুব ভালো।

মঙ্গলবার এই কাজ করতে হবে। একটি তেজপাতা নিয়ে  199621147 এই নম্বর লিখতে হবে। 

তারপর সেই পাতার উপর সামান্য হলুদ লাগিয়ে তা মানিব্যাগে ভরে রাখতে হবে।

এই পাতা ভরে রাখলে পার্স কখনও খালি হবে না। অর্থকষ্ট ঘুচে যাবে।