31 March 2025
BY- Aajtak Bangla
বাড়িতে অর্থভাগ্য ফেরানোর জন্য অনেকে নানা টোটকা ব্যবহার করেন। তেমনই এক টোটকার কথা আজ আপনাদের জানাব।
ঘরের কুনজর দূর করার জন্য এক মুঠো কালো সরষে, পাঁচটি লবঙ্গ এবং এক টুকরো লবঙ্গ নিন।
এবার একটি মাটির প্রদীপে তিনটি জিনিস একত্রে দিয়ে আগুন জ্বালান।
ঘরের উত্তর-পূর্ব দিকে প্রদীপটি জ্বালিয়ে রাখুন। সারা ঘরে প্রদীপের আগুন দেখান।
আগুন নিভে যাওয়ার পর সেই ছাই রাখুন তুলসী গাছের তলায়। বৃহস্পতিবার এবং শুক্রবার এই টোটকা করতে পারেন।
জ্যোতিষে লবঙ্গকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বালিশের তলায় লবঙ্গ রাখলে তা কার্যকর প্রমাণিত হয়।
একইভাবে বাড়িতে তেজপাতা পোড়ালেও অর্থভাগ্য খুলে যায়। সেজন্য তেজপাতা পোড়াতে পারেন।
সংসারে অভাব যদি খুব বেশি বেড়ে যায়, সেই ক্ষেত্রে কোনও দরিদ্র ব্যক্তিকে সাধ্যমতো কিছু টাকার সঙ্গে কয়েকটা এলাচ দান করুন। তাহলে অর্থভাগ্য ফেরে।
অর্থ বৃদ্ধি করতে টাকা রাখার ব্যাগের মধ্যে পাঁচটা এলাচ সব সময় রেখে দিন। এর ফলে আর্থিক উন্নতি হবেই।