8 JULY, 2024
BY- Aajtak Bangla
তেজপাতা শুধু আমাদের রান্নাঘরের কাজে লাগে তা নয়। অনেকেরই জানা নেই যে, তেজপাতার মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু শক্তি।
একটা মাত্র তেজপাতা আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে।
তেজপাতা কী কী সমস্যার সমাধান করতে পারে? পারিবারিক অশান্তি থেকে মুক্তি, স্বামী-স্ত্রীর মধ্যে ভাল সম্পর্ক, পুরনো প্রেম ফিরে পাওয়া, আর্থিক উন্নতি, বাস্তু দোষ কাটানো, সন্তানদের লেখাপড়ায় মনোযোগ স্থাপন, শত্রু দমন প্রভৃতি মনের সকল ইচ্ছা পূরণ করা যেতে পারে তেজপাতা দিয়ে সহজ একটা টোটকার মাধ্যমে।
অমাবস্যার পরের দিন থেকে পূর্ণিমার পরের দিন পর্যন্ত করতে হবে। অমাবস্যার পর দিন থেকে পূর্ণিমার পরের দিন পর্যন্ত প্রত্যেক দিন করতে হবে, এক দিনও বাদ দেওয়া যাবে না।
প্রথমে ৩টে বা চারটে তেজপাতা নিয়ে সেই পাতাগুলোর ওপর চন্দন দিয়ে (চন্দন সম্ভব না হলে পেন ব্যবহার করা যেতে পারে) মনের যা ইচ্ছা তা লিখতে হবে।
এ ভাবে প্রত্যেক দিনের মনের ইচ্ছা লেখা পাতাগুলোকে একটা পাত্রের মধ্যে জমিয়ে রাখতে হবে।
এ ভাবে করতে করতে যখন পূর্ণিমার পরের দিন কাজটা সম্পূর্ণ হবে তখন সব পাতাগুলোকে একসঙ্গে পুড়িয়ে দিতে হবে।
পুড়িয়ে দেওয়ার পর সেই ছাই চাঁদের সামনে যার যা মনের ইচ্ছা বলে উড়িয়ে দিতে হবে। অবশ্যই মনের ইচ্ছা পূরণ হবেই।
** এই কাজটি সব মাসের অমাবস্যা থেকেই শুরু করা যেতে পারে।