06 Sep, 2024
BY- Aajtak Bangla
আজ রাতে কিচেনে এই কাজটি করুন, সকাল থেকেই বদলাবে ভাগ্য
রান্নাঘরে তেজপাতা একটি খুবই জরুরী উপাদান। রান্নায় স্বাদ-গন্ধ বাড়াতে সাহায্য করে তেজপাতা।
রান্নাঘরে রাতে এই তেজপাতা পোড়ালে পাবেন দারুণ ফল।
রাতে তেজপাতা পোড়ালে মানসিক চাপ কমে যায়। তেজপাতা পোড়ার গন্ধ ক্লান্তিকে দূর করে ফলে মন শান্ত থাকে।
তেজপাতার ধোঁয়া ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।
প্রতি রাতে এই পাতা রান্না ঘরে জ্বালালে নেগেটিভ শক্তি দূরে থাকে।
দুঃস্বপ্ন দূর করতেও খুব উপকারী এই পাতার ধোঁয়া।
লবঙ্গের সঙ্গে তেজপাতা পোড়ালে অশুভ নজর থেকে মুক্তি পেতে পারেন।
জীবনের অপ্রয়োজনীয় স্ট্রেস থেকে মুক্তি পাবেন রাতে তেজপাতার তৈরি বিড়ি খেলে।
রাতে রান্না ঘরে তেজপাতা পোড়ালে আর্থিক লাভ হবে।
Related Stories
ভেজানো না শুকনো, কীভাবে খেজুর খেলে বাড়ে পৌরুষের তেজ?
BRA -এর আসল ইংরেজি কী? জানেন না অনেকেই
শীতে ফ্রিজে রাখা মাখন শক্ত ইট হয়ে গেছে? এই ট্রিকে ১০ সেকেন্ডে গলবে
বুড়ো হলেও উদ্দাম পৌরুষ হরমোন, এই ৩ ফল আসলে যৌবনবর্ধক