BY- Aajtak Bangla

এক সপ্তাহেই ঘন হবে দাড়ি, শুধু করুন এই কাজ

22 JANUARY, 2025

r

অনেক যুবক আছেন যারা গোঁফ দাড়ি গজানো নিয়ে সমস্যায় থাকেন।

তারা প্রত্যেকেই চান বিয়ার্ড রাখতে। অথচ ঠিকমতো গজায় না। খাপছাড়া থাকে।

এতে বিব্রত হন অনেকেই, দাড়ি রাখতে চাইলেও পারেন না। তবে এই উপায় মানলে আপনার দাড়িও হবে ঘন। 

প্রথম কৌশল হল দাড়ি ঘন ঘন কাটবেন না। ৪ থেকে ৬ সপ্তাহ অন্তর দাড়ি কাটুন। তাহলে আপনার দাড়ির একটা সেফ তৈরি হবে। 

পেঁয়াজের রস মুখে, দাড়ির গোঁড়ায় লাগালে দাড়ি দ্রুত বৃদ্ধি পাবে।

ইউক্যালিপটাস সমৃদ্ধ ময়েশ্চারাইজার বা ক্রিম লাগালে দাড়ি দ্রুত গজায়। নিয়মিত একবার লাগাতে পারেন। 

দিনে অন্তত ২-৩ বার গরম জলে মুখ ধুয়ে নিন। তাহলে নতুন দাড়ি গজাতে সুবিধা হয়।

 ভিটামিন বি কমপ্লেক্স দাড়ির ক্ষেত্রে উপযোগী। এই ওষুধ খেতে পারেন। এর সাইড এফেক্টও নেই বললেই চলে।

দিনে রোজ ২ বার ১০মিনিট ধরে মালিশ করে ভাল ফল পাবেন। সপ্তাহে অন্তত ১ বার মুখে স্ক্রাব করতে পারেন। দাড়ি বাড়বে দ্রুত।