04 MARCH, 2025

BY- Aajtak Bangla

  কয়েকদিনে গালজুড়ে গজাবে ঘন দাড়ি, রইল গোপন ট্রিকস 

এখন দাড়ি রাখার ট্রেন্ড চলছে। প্রায় সব ছেলে কম বেশি দাড়ি রাখেন।

তবে সবার দাড়ি ঘন হয় না। কারও কারও ছোপ ছোপ দাড়ি বের হয়। তাতে দেখতে খারাপ লাগে। 

কিন্তু সহজ কতগুলো ট্রিকস মানলে খুব সহজেই ভালো দাড়ি গজায়।

দাড়ি গজানোর মোক্ষম ওষুধ হল পেঁয়াজের রস। এতে রয়েছে সালফার। যা দাড়ি ঘন করতে সাহায্য করে। 

মুখে কোনও সময় কোঁকড়ানো দাড়ি রাখবেন না। তাহলে দাড়ি ঠিকভাবে গজায় না। 

সেজন্য যেখানে ছোপ ছোপ দাড়ি আছে তা ট্রিম করুন বা কেটে ফেলুন।

উষ্ণ জল দাড়ি গজানোর জন্য খুব উপকারী। দিনে তিন থেকে চারবার উষ্ণ জস দিয়ে মুখ ধুয়ে নিন। 

মুখে নোংরা থাকলে দাড়ি গজায় না। সেজন্য দিনে একবার অন্তত স্ক্র্যাবার ব্যবহার করতে পারেন। 

ভিটামিন বি-এর অভাবে দাড়ির বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। সেজন্য চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।