BY- Aajtak Bangla
10th May, 2024
মানুষ তাদের মুখ সুন্দর করার জন্য অনেক চেষ্টা করে, এমন ক্ষেত্রে কেউ কেউ স্ক্রাব ব্যবহার করেন।
আপনি কি জানেন দিনে কতবার স্ক্রাব ব্যবহার করতে হয়?
কত ঘন ঘন স্ক্রাব ব্যবহার করা উচিত তা আপনার ত্বকের ধরণের উপর নির্ভর করে।
তৈলাক্ত ত্বক হলে সপ্তাহে ২-৩ বার স্ক্রাব করতে পারেন।
সংবেদনশীল ত্বকের লোকদের সপ্তাহে ১-২ বার স্ক্রাব ব্যবহার করা উচিত। ।
স্ক্রাব করার সময় খেয়াল রাখবেন মুখে যেন জোরে ঘষা না লাগে, তা করলে ত্বকে জ্বালাপোড়া হতে পারে।
স্ক্রাব করার পর মুখে ধোয়ার জন্য পরিষ্কার ঠাণ্ডা জল ব্যবহার করতে হবে। আলগা হাতে অল্প অল্প করে জল দিয়ে মুখে ধুয়ে নিতে হবে। তারপর নরম তোয়ালে বা গামছা দিয়ে আলতো হাতে মুখ মুছতে হবে।
স্ক্রাব করার পরে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না, এটি ত্বককে হাইড্রেটেড এবং স্বাস্থ্যকর রাখবে।
ফেস স্ক্রাবিং করার সময় এবং আগে ও পরে, বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। তাহলেও স্ক্রাব করার উপকারিতা সঠিক ভাবে পাওয়া সম্ভব।
ত্বকের ট্যান দূর করতে, মরা কোষ তুলে ত্বকের জেল্লা ফেরাতে ও আরও হাজারটা সমস্যার সমাধান রয়েছে ফেস স্ক্রাবিংয়ে।
তবে যদি ত্বক খুব রুক্ষ বা শুষ্ক হয়ে থাকে কিংবা ত্বকে কোনও র্যাশ বা অ্যালার্জি দেখা দেয়, তাহলে সেই অবস্থায় একেবারেই স্ক্রাব করবেন না। কারণ এর ফলে সমস্যা বেড়ে যেতে পারে।