1 FEBRUARY,, 2025
BY- Aajtak Bangla
সুন্দর ঝকঝকে মুখ সকলেই চায়। তবে এমন স্কিন ধরে রাখা সহজ নয়। তবে এই টোটকা ব্যবহার করলে আপনার থেকে চোখ ফেরাতে পারবে না কেউই।
মুখ হল মনের আয়না। আবার সেই মুখই ব্যাজার, গোমড়া হয়ে যায় ট্যানের কারণে। এমন হলে সবাই ছোটেন পার্লারে। কিন্তু ফল পেতে পকেট ফাঁকা হয়ে যায়।
চলুন আজ জেনে নেওয়া যাক সস্তায় স্কিনের ঔজ্জ্বল্য ফেরানোর টিপস। আয়নার মতো উজ্জ্বলতা পেতে বাজারে পাওয়া বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার ছেড়ে ভরসা রাখুন প্রাকৃতিক 'উপায়ের' ম্যাজিকে।
বাজারের প্রসাধনীর মতো নানা জিনিস রাসায়নিক ভর্তি। তাই এগুলি মুখ উজ্জ্বল করে ঠিকই। তবে কখনও কখনও এর পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায় চরমভাবে। এতে মুখে ব্রণ, লাল ফুসকুড়ি, অ্যালার্জি ইত্যাদি হয়।
বাজারে পাওয়া পণ্যগুলির জন্য খরচও হয় বেশি। তাই, কিছু মহিলা ঘরোয়া প্রতিকারও গ্রহণ করতে চান যাতে তারা প্রাকৃতিক সৌন্দর্য অর্জন করতে পারেন সহজেই।
আপনিও যদি আপনার মুখের প্রাকৃতিক সৌন্দর্য পেতে ঘরোয়া প্রতিকার খুঁজছেন, তাহলে আজকের প্রতিবেদনটি কিন্তু আপনার জন্য খুবই উপকারী হতে পারে।
স্বাস্থ্যের পাশাপাশি মুখের জন্যও দই খুব উপকারী। এটিকে যদি ত্বকের যত্নের রুটিনে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আলাদাই ভিন্ন আভা দেখা যাবে অচিরেই। এছাড়াও মুখ হয়ে যাবে দাগহীন।
রাতে ঘুমানোর আগে দই দিয়ে মুখে ম্যাসাজ করলে ত্বকে উপস্থিত মৃত কোষ সহজেই দূর হয়ে যাবে। মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং কাচের মতো জ্বলজ্বল করতে শুরু করবে।